ফেরিঘাট সংকটে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে যাত্রী ও যানবাহন চালকদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল বিকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গমনে অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ১, ২, ৫ নম্বর ঘাট বন্ধ রয়েছে কয়েক বছর। গত বছর পদ্মার ভাঙনে বন্ধ হয়ে যায় ৬ নম্বর ফেরিঘাট। ৭ নম্বর ফেরিঘাটের সামনে নাব্য সংকট সৃষ্টি হওয়ার কারণে ওই ঘাটও ২৩ আগস্ট থেকে বন্ধ। দৌলতদিয়া প্রান্তে মাত্র দুটি ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাট দুটি ছোট হওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরিজট তৈরি হচ্ছে। ফেরিপারের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন ট্রাকচালক বলেন, দৌলতদিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরিতে যেতে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগছে। তারা অভিযোগ করেন, ফেরিঘাট কর্তৃপক্ষের অবহেলার কারণে দৌলতদিয়া প্রান্তের ঘাটগুলো মেরামত করা হয়নি। যে কারণে পর্যাপ্ত ফেরি থাকার পরও ভোগান্তি হচ্ছে। রয়েল ও সৌহার্দ পরিবহনের যাত্রীরা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি রয়েছে। শুধু ঘাট সংকটের কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দীন বলেন, দুটি ঘাট দিয়ে ফেরির লোড-আনলোড করতে সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর থেকে কাঁচামালের ট্রাক বৃদ্ধি পায় সেই সময় ভোগান্তি হয়। বিআইডব্লিউটিএ আরিচা নদীবন্দরের উপপরিচালক সুব্রত রায় বলেন, দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট সচল রয়েছে। আমরা সারাদিন সেখানে কাজ করেছি। ৭ নম্বর ফেরিঘাটের সামনে ড্রেজিং চলমান।
শিরোনাম
- জনপ্রশাসনে সচিবের চেয়ারে বসতে চান না কেউ!
- মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বোমা হামলায় নিহত ৪০
- প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা : তথ্য উপদেষ্টা
- ভারী বৃষ্টি, দিল্লি বিমানবন্দরে নামতে পারল না ১৫ ফ্লাইট
- প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে মেডিকেল অক্সিজেন
- গ্রিসে অভিবাসী বহনকারী নৌকা ডুবে চারজনের প্রাণহানি
- ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন
- চাকসু নির্বাচনে ছাত্রদলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন দুই প্রার্থী
- রাইসা মনির ন্যায়বিচার নিশ্চিত করতে ‘রেসকিউ ল পরিবার’ আইনি সহায়তা প্রদান
- ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানালেন তার প্রথম প্রধানমন্ত্রী ফিলিপ
- মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের একত্রিত উদ্যোগ জরুরি: শাহাদাত
- স্ত্রী চিৎকারে জানলেন নোবেল জয়, প্রথমে ভেবেছিলেন ভালুক দেখেছেন
- যুদ্ধবিরতির জন্য যেসব প্রধান শর্ত দিল হামাস
- তিস্তার পানি কমেছে, নদীপাড়ে স্বস্তি
- হাসপাতালের সামনে কাপড়ে মোড়ানো কন্যা শিশু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
- খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য দিবস উদযাপন
- কলাপাড়ায় প্রবারণা পূর্ণিমা উদযাপিত
ফেরিঘাট সংকট গাড়ির দীর্ঘ সারি
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর