নারায়ণগঞ্জের ফতুল্লায় প্লাস্টিকের ড্রাম থেকে নয়ন (৪৯) নামে এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল তক্কারমাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বাড়ি ফতুল্লা পিলকুনি। এসআই রেহানুল ইসলাম বলেন, অন্য কোথাও হত্যার পর লাশ ড্রামে করে এখানে ফেলে রাখা হয়। এদিকে ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের এক দিন পর গতকাল কাশবন থেকে বাচ্চু মিয়া (৬০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাচ্চু মিয়ার বাড়ি মুগারচর গ্রামে। ওসি মনিরুল হক ডাবলু বলেন, তার হাত-পা ও মুখ বাঁধা ছিল।