বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার ‘মিস্টারবিস্ট’ নামে পরিচিত জিমি ডোনাল্ডসন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওর মান দ্রুত উন্নত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, এআই-নির্ভর কনটেন্টের ক্রমবর্ধমান প্রভাব ইউটিউবে লাখো ভিডিও নির্মাতার জীবিকা ও ভবিষ্যৎকে গুরুতর হুমকির মুখে ফেলতে পারে।
সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মিস্টারবিস্ট লিখেছেন, “এআই দিয়ে তৈরি ভিডিওর মান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের বানানো ভিডিওর সঙ্গে পার্থক্য করা প্রায় অসম্ভব। এই পরিবর্তন ইউটিউবের কনটেন্ট ইকোসিস্টেমে বড় ধরনের প্রভাব ফেলবে। যখন এআই ভিডিও মানুষের তৈরি ভিডিওর মতোই নিখুঁত হয়ে যাবে, তখন ইউটিউবের ভবিষ্যৎ কী হবে? জীবিকার জন্য ভিডিও তৈরি করা লাখো নির্মাতা তখন কীভাবে টিকে থাকবে—ভাবলেই ভয় লাগে।”
তার এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে, যখন ওপেনএআই উন্মোচন করেছে নতুন প্রজন্মের ভিডিও তৈরির এআই টুল ‘সোরা ২’, যা ব্যবহারকারীদের জন্য এআই ভিডিও তৈরি আরও সহজ করে তুলেছে। এদিকে, মেটাও সম্প্রতি তাদের মেটা এআই অ্যাপে একটি বিশেষ ‘এআই ফিড’ চালু করেছে, যেখানে শুধুমাত্র এআই-নির্ভর কনটেন্ট শেয়ার করা যাবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট জগতে বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে, যেখানে মানুষের তৈরি ভিডিওর সঙ্গে এআই-সৃষ্ট কনটেন্টের লড়াই আরও তীব্র হয়ে উঠবে। সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/নাজিম