এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়ার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন, বগুড়া ব্যুরো অফিসের ইনচার্জ মাজেদ রহমান, রিপোর্টার রাজিব সেলিম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন রায়হান রানা, শাহাদাৎ শাহিন, সাংবাদিক এস এম দৌলতসহ অন্যান্য সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে। রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাংবাদিক নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। গত ৫ অক্টোবর এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিতে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হামলার এ ঘটনায় জরিতদের দ্রুত গ্রেফতাদের দাবি জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/আরাফাত