খাগড়াছড়িতে আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটির বেলা রানী।
জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (টিআইবি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, যিনি বলেন, “তথ্যই জ্ঞান। তথ্যকে সর্বত্র উন্মুক্ত রাখা হলে অনিয়ম ও দূর্নীতি হ্রাস পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি রোমানা আক্তার, এবং নবাগত টিআইবির এরিয়া ম্যানেজার নুরুল আলম। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সনাক সদস্য এবং ইয়েস সদস্যগণও উপস্থিত ছিলেন।
উৎসবের অংশ হিসেবে জেলা প্রশাসনের কার্যালয়সহ ১৩টি প্রতিষ্ঠানকে তথ্য অধিকার দিবস উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির বিদায়ী এরিয়া ম্যানেজার আব্দুর রহমান।
উল্লেখ্য, অনুষ্ঠানটি তথ্য ও জ্ঞানকে সর্বজনীনভাবে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় কর্মকর্তা ও নাগরিকদের মধ্যে তথ্য সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়েই আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আশিক