সোমবার রাত প্রায় ২টা। উল্লাপাড়া কেয়ার হাসপাতালের পাশ থেকে ভেসে আসছিল নবজাতক ও এক মায়ের কান্না। সেখানে ছুটে যান নার্সরা। দ্রুত বাচ্চার নারী কেটে নেওয়া হয় হাসপাতালে। মা হাসপাতালে আসবেন বলে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় উল্লাপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, শিশুটি বর্তমানে সুস্থ ও নিরাপদে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসা দিচ্ছে। সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমরা শিশুটির কাপড় ও ওষুধসহ সবকিছুর ব্যবস্থা করেছি।