নিষিদ্ধ যুবলীগের গাইবান্ধার গোবিন্দগঞ্জ শাখার নেতা মমিনুল শেখ মমিনকে (৩৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। মমিন পৌরসভার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়ার নজরুল ইসলাম শেখ ওরফে নজ্জু মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগ নেতা এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ওসি বুলবুল ইসলাম বলেন, মমিনুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।