বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় লক্ষ্মীপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। গতকাল তিনি নোয়াগাঁও, জামপুর এবং সনমান্দী ইউনিয়নে পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ডা. মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, সেলিম ভূঁইয়া, মো. আতাউর রহমান, আমির হোসেন উপস্থিত ছিলেন।