বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহনাফ তাহমীদ আলিফকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদমদীঘি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আলিফ আদমদীঘি পশ্চিমপাড়ার আবদুস সালামের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের নেতা। এদিকে রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আসিফ ইমতিয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ডিসির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আতাউর রহমান জানান, মামলার পর থেকে আত্মগোপনে চলে যান ইমতিয়াজ।