নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিনের এ অভিযান পরিচালনা করেন। ফার্মেসিগুলো হলো- এনামুল হকের মালিকানাধীন মেডিসিন প্লাস ফার্মেসি, জুবায়ের আহমেদের মালিকানাধীন প্রাইম মেডিসিন ফার্মেসি ও মনির হোসেনের মালিকানাধীন সোনারগাঁ ফার্মেসি।