বৃষ্টি হলেই রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যায়। এ রাস্তা দিয়ে মাদরাসা, ভূমি অফিস, মসজিদ, মেলাবাড়ী হাটে যাতায়াত করতে হয়। দিনাজপুরের ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নে মেলাবাড়ি ও জয়কৃষ্ণপুর গ্রামের মধ্যে মাত্র ২০০ মিটার দীর্ঘ এ রাস্তার জন্য হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তায় জমে থাকা কাদাপানিতে দুর্ভোগ বাড়ায়। স্থানীয়রা জানায়, ওই রাস্তা দিয়ে ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়ন ভূমি অফিসে, এলাকার মসজিদে যাওয়া মুসল্লিরা, মেলাবাড়ী দাখিল মাদরাসার শিক্ষার্থীরা, জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং মেলাবাড়ী হাটে যেতে হয়। ২০০ মিটার রাস্তা পাকা করা হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। বাজারের ব্যবসায়ী ও কলেজ শিক্ষক মিজানুর রহমান জানান, প্রতি বর্ষাতেই এ দুর্ভোগ পোহাতে হয়। কখনো কাদা হাঁটু ছুঁয়ে ফেলে।
আলাদীপুর ইউপি চেয়ারম্যান নাসমুশ সাখির বাবুল বলেন, ইউএনও স্যার একটা প্রজেক্ট দিতে চেয়েছিলেন। দিলে কাজ করা যাবে।