রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দুই শিশুকে হত্যার পর বালিচাপা দেওয়ার ঘটনায় এজাহারনামীয় এক আসামি গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের কোনাবাড়ী থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৩-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তার মনু মিয়া (২৮) গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, ৫ আগস্ট শিশু আবদুর রহমান ওরফে রোমান (৮) ও মারুফ (৬) প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে খেলাধুলার জন্য বাড়ির বাইরে যায়। এরপর আর না ফেরায় পরিবার সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকায় মাইকিং করা হয়।