লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত এবং অন্তত আট যাত্রী আহত হন। ঘটনা তদন্তে লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। ডিআরএম আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’