সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের সময় চার জেলে আটক হয়েছেন। জব্দ করা হয়েছে কাঁকড়া ধরা ২ শতাধিক চারু (বাঁশের তৈরি খাঁচা) এবং টোপ হিসেবে ব্যবহৃত ৫০ কেজি কেচোঁ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের মরা খাজুরা খাল থেকে রবিবার তাদের আটক করেন বনরক্ষীরা। আটকরা- হলেন রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬) ও মনির (৪০)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে। বিকালে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠান। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটকসহ মাছ, কাঁকড়া, মধু আহরণের পাসপারমিট বন্ধ রয়েছে। নিষিদ্ধ সময়ে কিছু অসাধু ব্যক্তি গোপনে বনে ঢুকে মাছ, কাঁকড়া আহরণ এবং হরিণ শিকারের অপচেষ্টা করছেন। নিষেধাজ্ঞার সময়ে গোপনে সুন্দরবনে প্রবেশ করে জেলেরা কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন।