প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ঝেরে শেষটিতে আবার বিধ্বংসী রূপে হাজির ড্যাশিং ওপেনার সাইফ হাসান। রবিবার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বোলারদের তুলোধুনো করে ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।
পরে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, গত ১-২ বছর ধরে আমি এভাবেই খেলছি।
ঘরের মাঠে সবশেষ নেদারল্যান্ডস সিরিজ দিয়ে জাতীয় দলে কামব্যাক হয়েছে সাইফের। এরপর থেকে রীতিমতো উড়ছেন তিনি। ফেরার পর থেকে এখন পর্যন্ত ৯ ইনিংসে ৩ ফিফটিসহ ৪৪ গড় ও ১৩৯.৩৬ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩০৮ রান। প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করে ১৪ চারের সঙ্গে ২৪টি ছক্কা মেরেছেন ২৬ বছর বয়সী ব্যাটার।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষেই ২ চারের বিপরীতে তার ব্যাট থেকে এসেছে ৭টি ছক্কা। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ মঞ্চে তাই সাইফের কাছে জানতে চাওয়া হয় ছক্কা মারার ব্যাপারে। তিনি বলেন, “গত ১-২ বছর ধরে আমি এভাবেই খেলছি। এরকমই খেলার চেষ্টা করছি। নিজের ব্যাটিং উপভোগ করছি। এই তো।”
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে তার সংগ্রহ ৩৬০ রান, গড় ৩২.৭২! বাংলাদেশের হয়ে অন্তত ১৫ ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে সাইফের গড়ই সবার ওপরে। স্ট্রাইক রেটেও (১২৬.৩১) খুব একটা পেছনে নন। অন্তত ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে ৬ নম্বরে তিনি।
সাইফ জানালেন, আফগান সিরিজ শুরুর আগে ফিল সিমন্সের কাছ থেকে স্পষ্ট বার্তা পেয়েছেন।
তিনি বলেন, “সবশেষ টুর্নামেন্টে আমি ওপেনিংয়ে খেলেছি। এই সিরিজের আগে তিনি (ফিল সিমন্স) আমাকে পরিষ্কার বার্তা দিয়ে বলেছেন, তিন নম্বরে খেলব। তাই আমার মধ্যে স্পষ্ট পরিকল্পনা ছিল এবং আমি সেভাবেই খেলেছি।”
উল্লেখ্য, টাইগাদের দুর্দান্ত পারফরমেন্সে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবলধোলাই করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/নাজিম