স্মরণকালের ভয়াবহ ২৪-এর বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। টানা বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও ফেনী সদর উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। প্রবল পানির তোড়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদিপশু পালনকারীরা। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বন্যাদুর্গত এলাকায় এবারও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতি ছাড়িয়েছে কয়েক কোটি টাকা। যেখানে শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে প্রায় ৯ কোটি টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।