গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে অভিযান চালিয়ে সরকারি জায়গা থেকে অবৈধ ৩৩টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল এখানে অবৈধভাবে স্থাপনা তৈরি করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, কাশিয়ানীর রাজপাট বাজারে সরকারি জমি দখল করে স্থাপনা বানিয়ে ব্যবসাবাণিজ্য চালছিল। এগুলো সরিয়ে নেওয়ার জন্য তাদের নোটিশ দিলেও তারা সরাননি।