এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পাসের হার ৬৮.৪৫।
ফল প্রকাশ ঘিরে দুপুর থেকেই রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছিল উৎসবের আবহ। শিক্ষার্থীদের মুখে হাসি, হাতে হাত, আর ড্রামের তালে উদযাপন-সব মিলিয়ে প্রাঙ্গণজুড়ে ছিল গর্বের গর্জন।
তবু উচ্ছ্বাসের আড়ালে ধরা দিয়েছে এক চুপচাপ তুলনা। গত বছর যেখানে জিপিএ-৫ পেয়েছিল ৭০ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী, এ বছর তা কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৩৪ শতাংশে। পাসের হারও কমেছে। পাসের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ থেকে এবার ৯৭ দশমিক ৪০ শতাংশে। ফেল করেছে ৫৫ জন, যা আগের বছরের তুলনায় ২১ জন বেশি।
তাবাসসুম স্বর্ণা নামে এক শিক্ষার্থী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জিপিএ-৫ নিয়ে দুশ্চিন্তা ছিল, তবে পেয়েছি। এখন শুধু আনন্দ।’
অভিভাবক রাহেলা আক্তার বলেন, ‘মেয়ের কষ্ট সফল হয়েছে। এখন মনে হচ্ছে সব পরিশ্রম সার্থক।’
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান, এবার তিন বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১২০ জন। অংশ নিয়েছে ২ হাজার ১১৬ শিক্ষার্থী। পাস করেছে ২ হাজার ৬১ জন। এর মধ্যে ১ হাজার ৩২৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উৎসব থাকলেও সংখ্যার ভাষায় ভিকারুননিসা এবার খানিকটা পেছাল।
বিডি-প্রতিদিন/বাজিত