নেত্রকোনা, বরিশাল, লালমনিরহাট, গাইবান্ধা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নেত্রকোনা : দুর্গাপুরে ভ্যানচাপায় মারা গেছে পাঁচ বছরের শিশু শিবু পাল। নিহত শিশুটি দক্ষিণপাড়া এলাকার নয়ন পালের ছেলে। দুর্গাপুর পৌরশহরের দক্ষিণপাড়া এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ভ্যানচালক বিল্লাল মিয়াকে আটক করে পুলিশে দিয়েছেন। বরিশাল : আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক মানষিক ভারসাম্যহীন নারীর। উপজেলার বসুন্ডা এলাকায় বুধবার রাতে পিকাআপের ধাক্কায় মারা যান তিনি। নিহত সন্ধ্যা রানী পঞ্চগড়ের বোদা উপজেলার বাকপুর গ্রামের গিরিশ চন্দ্র বর্মণের মেয়ে। তিনি আগৈলঝাড়ার বাটরা গ্রামের সর্বজনীন মন্দিরের আশপাশে ঘোরাঘুরি করতেন।
লালমনিরহাট : সদর উপজেলার ফকিরের তকেয়া নামক স্থানে বুধবার রাতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রিমি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও সদর উপজেলার রেজাউল হকের মেয়ে। গাইবান্ধা : গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে এক ব্যাপারী নিহত হয়েছেন। নিহত আইনুল ইসলাম মণ্ডল (৫৮) উপজেলার কুমিড়াডাঙ্গা এলাকার খট্টু মণ্ডলের ছেলে। গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের গোপালপুরে গতকালে এ দুর্ঘটনায় ভটভটি চালকসহ আহত হয়েছেন আরও চারজন। দিনাজপুর : চিরিরবন্দরের গাড়োডাঙ্গী ব্রিজ এলাকায় গতকাল সকালে ডাম্পট্রাকচাপায় প্রাণ গেছে লিপি রানী রায় (২১) নামে একজন ইপিজেড কর্মী।
লিপি রানী (২১) চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের জীবন রায়ের স্ত্রী।