ফরিদপুরের মধুখালীতে শাহ মোহাম্মদ রাজন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদলত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া মামলায় আলামত নষ্টের অভিযোগে তাদের সাত বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- মধুখালী উপজেলার মো. আরমান হোসেন, মির্জা মাজহারুল ইসলাম মিলন, মো. মামুন শেখ, মো. আছাদ শেখ (পলাতক) ও মো. ইলিয়াস মৃধা।
মামলা সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকার শাহ মোহাম্মদ রাজন (২৮) ২০১৪ সালের ২৭ মার্চ বিকাল থেকে নিখোঁজ ছিলেন। ২ এপ্রিল তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।