নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সকালে ভুলতা ইউনিয়নের বিক্রমপুর স্টিল মিল লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এদের মধ্যে বেল্লালের শরীরের ২০, রোমানের ৩৬ ও রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’