চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল তিন গাড়ির সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ফেনীতে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে বাসের ধাক্কায় দুই ভাই, নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় এক শিশু এবং ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার বাহাদিরপাড়া এলাকার মোহাম্মদ হুমায়ুন (৩৭) ও তার ভাই মোহাম্মদ মামুন (৩২) এবং তাদের আত্মীয় মনির হোসেন (৪৫)। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।
ফেনী : ভোরে ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা উজালীয়া কাজীবাড়ির শাহ আলমের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও একরাম হোসেন (৩২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপভ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগতির বাস এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই ভাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
নাটোর : সকালে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় ট্রাকচাপায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাবেয়া সিংড়া উপজেলার আতাইকুলা আদর্শগ্রামের হাফেজ রাজু আহমেদের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার বাবার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও : রাণীশংকৈল উপজেলার হাড়িয়ায় গতকাল দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে তপন নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।