পিরোজপুর সদর উপজেলায় রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ভৈরমপুর গ্রামের মৃত মোক্তার হাওলাদারের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধার বড় ছেলে অন্য জায়গায় বাড়ি করে বসবাস করেন এবং ছোট ছেলে সৌদি প্রবাসী। তিনি একা ওই বাড়িতে থাকতেন। ওসি রবিউল ইসলাম জানান, বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।