দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এক শিক্ষার্থী। পদত্যাগকারী আবু হুরায়রা তানজিম সংগঠনের জেলা কমিটির সদস্য ও নিকোশিয়া ফিলিপস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। আবু হুরায়রা তানজিম বলেন, ‘আমি দ্রুত জাতীয় নির্বাচনকে দেশের জন্য কল্যাণকর ভেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করছি।’