‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে খালের উভয় পাশে ৩ শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ধনু হাজী খালের উভয় পাড়ে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, এটা অনেক চ্যালেঞ্জিং কাজ। আমি বললাম আর হয়ে গেলো বিষয়টা এরকম না। আমার কতগুলো অফিসার দুই মাস যাবৎ দিনরাত পরিশ্রম করে শেষ পর্যায়ে এসেছি। জেলার প্রত্যেকটা উপজেলার নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন কাজ করছে। অনেকে গাছ দিয়ে সহযোগিতা করেছেন। সবমিলিয়ে এক লাখ গাছ লাগাতে সক্ষম হয়েছি। এখন বোঝা যাবে না। পাঁচ বছর পর এই গাছগুলোর উপকারিতা শহরবাসী উপভোগ করতে পারবে।
চারা রোপণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার, আসাদুজ্জামান ও মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত ১০ মে শুরু হওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের বহুল প্রশংসিত উদ্যোগ ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে ১ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। দুই মাসব্যাপী এ কার্যক্রমে প্রতিটি উপজেলায় বৃক্ষ রোপণের উদ্যোগ নেন জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন।
এ কার্যক্রমে জেলা প্রশাসক নিজে বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন। এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব, সচিব ও বিভাগীয় কমিশনার, ঢাকা নিজেই অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমে অংশ হিসেবে বৃক্ষ রোপণ করেছেন।
বিডি প্রতিদিন/এমআই