মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল মাহমুদ টিটো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী এবং ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়জ মহাম্মদ অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয়। কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার প্রতিটি ইউনিটে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/এমআই