ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।
আজ বুধবার (৯ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
এই পরিস্থিতিতে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকাগুলোতে জলাবদ্ধতা মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা সতর্কভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিটি ওয়ার্ডে বিশেষভাবে গঠন করা হয়েছে ইমার্জেন্সি রেসপন্স টিম।
এছাড়া, ঢাকার যেকোনো এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে, তা দ্রুত সমাধানের জন্য ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (০১৭০৯৯০০৮৮৮) ফোন করার জন্য নাগরিকদের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ