ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, শিশু ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বক্তব্য রাখেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান, আবু বক্কর সানি প্রমুখ।