দীর্ঘদিন বাবার ছায়ায় সহকারী কোচ হিসেবে কাটানোর পর এবার নিজেই হাল ধরলেন। কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোতে।
মঙ্গলবার (৯ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। ৩৫ বছর বয়সী ডেভিডের সঙ্গে তাদের এক বছরের চুক্তি হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান জায়ান্টরা।
এর আগে ডেভিড তার বাবা কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করেছেন ইউরোপের বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভারটন এবং সর্বশেষ রিয়াল মাদ্রিদে।
গত মৌসুম শেষে কার্লো আনচেলত্তি যখন রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নেন, তখন তার সঙ্গেই ইউরোপের সফলতম ক্লাবটি ছাড়েন ডেভিডও। তখন থেকেই গুঞ্জন চলছিল, শিগগিরই প্রধান কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করবেন তিনি।
সেই গুঞ্জন এবার বাস্তবে রূপ নিল। নতুন মিশনের সূচনা হলো বোতাফোগোতে।
ক্লাবটি সদ্যই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজির বিপক্ষে চমক দেখিয়ে জয় পেয়েছিল। যদিও পরে বিদায় নিতে হয় তাদের। এরপরই কোচ হেনাতো পাইভাকে বরখাস্ত করা হয়। দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসেই ছাঁটাই হওয়ায় বিস্ময় প্রকাশ করেছিলেন এই পর্তুগিজ কোচ।
বর্তমানে ব্রাজিলিয়ান সিরি আ-তে বোতাফোগো ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা