ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব নিয়েছেন আদিল চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে সোমবার তিনি এই পদে যোগ দেন। এর আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসির প্রেসিডেন্ট ও এমডি ছিলেন। তাঁর নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে। এ ছাড়া তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়াতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকায় ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন এবং পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ গড়ে তোলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেছেন। -বিজ্ঞপ্তি