এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন ব্রুক। এছাড়া ভারতের শুবমান গিল উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৬ষ্ঠ স্থানে।
আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, ব্রুক এক ধাপ এগিয়ে ৮৮৬ রেটিং পয়েন্টে শীর্ষে জায়গা করে নিয়েছেন। তার স্বদেশি জো রুট নেমে গেছেন দুইয়ে, পিছিয়ে রয়েছেন ১৮ পয়েন্টে। এর আগে গত বছর ডিসেম্বরেও ব্রুক একবার শীর্ষে উঠেছিলেন, তবে মাত্র এক সপ্তাহ পর রুট ফিরে পান নিজের স্থান।
এদিকে, ভারতের অধিনায়ক হিসেবে হেডিংলিতে টেস্টে সেঞ্চুরি দিয়ে শুরু, এরপর এজবাস্টনে আরও দুর্দান্ত প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন গিল। ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টে একবার ডাবল সেঞ্চুরি এবং অন্য ইনিংসে দেড় শতকের কীর্তি গড়েছেন তিনি।
এমন পারফরম্যান্সে তিনি র্যাঙ্কিংয়ে এক লাফে ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
ইংল্যান্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান জেমি স্মিথ এজবাস্টনে অপরাজিত ১৮৪ ও ৮৮ রানের ইনিংস খেলে ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দশম স্থানে।
বিডি প্রতিদিন/মুসা