বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ গঠনে ব্যবসায়ীদের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে ব্যবসায়ীদের অবদান ছিল, আছে এবং থাকবে। জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নেতারা গুলশানের বাসায় সাক্ষাৎ করতে গেলে তাদের উদ্দেশে এ কথা বলেন সাবেক এই মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী দলের সভাপতি এস এম পবিত্র আল ইবাদত, কেন্দ্রীয় নেতা হাসান ইমাম শাকিল, বেলাল মাহমুদ বাপ্পি, কাঞ্চন মিয়া, এম এ মাজম, শাহ আলম প্রমুখ।