দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়েছেন বলিউড সুপারস্টার আমির খান। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে তিনি নতুন সঙ্গী গৌরী স্প্রাটকে গণমাধ্যমের সামনে আনেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে তার বিয়ের পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেতা। আমির বলেন, “গৌরী ও আমি একে অপরের প্রতি সত্যিই সিরিয়াস এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ জায়গায় আছি।”
তিনি আরও বলেন, “আমরা পার্টনার, একসঙ্গে আছি। বিয়ে এমন একটি বিষয়—মানে আমি মনে মনে ইতোমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব কিনা, সেটা এখনো সিদ্ধান্ত নেইনি।”
আমির জানিয়েছেন, গৌরীর সঙ্গে তার সম্পর্ক নতুন নয়। ২৫ বছর আগে তারা সম্পর্কে জড়িয়েছিলেন, কিন্তু একসময় বিচ্ছিন্ন হয়ে যান। এরপর দীর্ঘ বিরতি কাটিয়ে ১৮ মাস আগে আবারও ডেটিং শুরু করেন। বর্তমানে গৌরী আমির খানের প্রোডাকশন হাউসে কাজ করছেন এবং তার ছয় বছরের একটি সন্তানও রয়েছে।
এর আগে আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান—জুনেইদ খান ও ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর তিনি ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন এবং ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
বিডি প্রতিদিন/আশিক