গাজীপুরের কালিয়াকৈরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার কালামপুর এলাকার রাস্তার পাশে এক ব্যক্তির (৪৫) রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল লুঙ্গি ও শার্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম