‘পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’ এই স্লোগান নিয়ে গাইবান্ধায় দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
বুধবার সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে দিনব্যাপী এ পেনশন মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান, জাতীয় পেনশন কর্তৃপক্ষের অর্থ বিভাগের ব্যবস্থাপক (সি. সহ সচিব) লিটন চন্দ্র দে প্রমুখ।
শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেনশন মেলা উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ মেলায় ৪০টি স্টল স্থান পায়।
বিডি প্রতিদিন/এমআই