একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীনকে যে কোনো মুহূর্তে ভেন্টিলেশনে নিতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের এমডি ডা. আশিষ চক্রবর্তী। বর্তমানে এই কিংবদন্তি সংগীতশিল্পী এ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে বলে জানান ডা. আশিষ চক্রবর্তী। তিনি ফরিদা পারভীনের বর্তমান অবস্থা সম্পর্কে জানান, ‘ফরিদা পারভীন মাল্টিঅর্গান ডিজঅর্ডারে ভুগছেন। তাঁর কিডনি অকার্যকর হয়ে পড়েছে। ডায়ালাইসিস চলছে। সেপটিসেমিয়া, ইন্ট্রাক্রানিয়াল রক্তক্ষরণ হচ্ছে। যে কারণে তাঁর চেতনার স্তর হ্রাস পেয়েছে ও শ্বাসকষ্ট হচ্ছে। তাই তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। যে কোনো সময় তাঁর ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে।’ এদিকে তাঁর স্বামী গাজী আবদুল হাকিম অসুস্থ ফরিদা পারভীনের জন্য সবার দোয়া ও রাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনি ও শ্বাসকষ্টজনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে ৫ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।