চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামে রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী গেটম্যান নিয়োগ দাবিতে প্রায় এক ঘণ্টা রেলপথ অবরোধ করে। এতে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। গতকাল খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। মোটরসাইকেলে আমিরপুরে রেলগেটে আসেন ওই যুবক। সে সময় একটি ট্রেন যাচ্ছিল। ট্রেনটি চলে গেলে মোটরসাইকেল নিয়ে লাইন পার হতে গেলে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি মারা যান। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে মোটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়।