ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার তাদের নতুন অফিস চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতীকী ভবন ট্রাম্প টাওয়ারে। নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত এই ভবনে অফিস চালুর ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
সোমবার (৭ জুলাই) ট্রাম্প টাওয়ারের লবিতে ক্লাব বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ইনফান্তিনো। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ও ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী এরিক ট্রাম্প এবং ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও।
ঘোষণাকালে ইনফান্তিনো বলেন, 'ফিফা একটি বৈশ্বিক সংস্থা। আর বৈশ্বিক হতে হলে স্থানীয় পর্যায়েও আমাদের উপস্থিতি থাকা জরুরি। নিউইয়র্কে আমাদের থাকা শুধু ক্লাব বিশ্বকাপ ও আগামী বছরের বিশ্বকাপের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।'
তিনি আরও বলেন, 'এরিক, আপনাকে ধন্যবাদ। ট্রাম্প পরিবারকে ধন্যবাদ। আর প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ।'
ইনফান্তিনোর ঘোষণায় সন্তোষ প্রকাশ করে এরিক ট্রাম্প বলেন, 'এই ভবন ও এই শহরের পক্ষ থেকে আমরা ফিফাকে স্বাগত জানাই। আপনাদের আমরা ভালোবাসি, আপনাদের এখানে পেয়ে আমরা গর্বিত।'
২০২৪ সালে ফিফা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি অফিস চালু করে, যেখানে তাদের আইনি বিভাগ কাজ করছে। ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে সেখানে কিছু কর্মী নিয়োগও দেওয়া হয়েছে। তবে নিউইয়র্ক অফিসে ফিফার কোন বিভাগ কাজ করবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের এক ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রবিবার (১৩ জুলাই), নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
ফিফার ১২১ বছরের ইতিহাসে সুইজারল্যান্ডের জুরিখই ছিল একমাত্র স্থায়ী কেন্দ্র। তবে ইনফান্তিনো প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বৈশ্বিক বিস্তারে নজর দিয়েছে ফিফা। বর্তমানে কানাডার টরেন্টো ও ফ্রান্সের প্যারিসে রয়েছে তাদের আঞ্চলিক অফিস।
বিডি প্রতিদিন/মুসা