আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করেছে ওয়ানডে ব্যাটসম্যানদের হালনাগাদ র্যাঙ্কিং। সেখানে বড় চমক দেখিয়েছেন বাংলাদেশের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী অনিক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ৩২ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ৫৯তম স্থানে।
শ্রীলঙ্কা সিরিজে জাকের ৩ ইনিংসে রান করেছেন ১০২। গড় ছিল ৩৪ ও স্ট্রাইক রেট ৭৩.৩৮। সর্বোচ্চ ইনিংস ছিল ৫১ রান।
বাংলাদেশ দলের আরেক ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও উন্নতি করেছেন ৭ ধাপ, উঠে এসেছেন ৫১তম স্থানে। এই সিরিজে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৩ ইনিংসে ১০৩ রান, গড় ৩৪.৩৩।
দলীয় ব্যর্থতার সঙ্গে সঙ্গে কয়েকজন অভিজ্ঞ ব্যাটার নিজেদের পারফরম্যান্সেও ছন্দ হারিয়েছেন। নাজমুল হোসেন শান্ত: ৬ ধাপ অবনমন, এখন ৩৪তম। মেহেদী হাসান মিরাজ: ৫ ধাপ নিচে, এখন ৭২তম। লিটন দাস: ৮ ধাপ পিছিয়ে ৭৮তম স্থানে।
এছাড়া তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ১৯ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৮৬তম স্থানে।
ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষস্থানে রয়েছেন ভারতের শুবমান গিল, যার রেটিং পয়েন্ট ৭৮৪। তার পরেই পাকিস্তানের বাবর আজম (৭৬৬), ভারতের রোহিত শর্মা (৭৫৬), বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।
বিডি প্রতিদিন/মুসা