গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। গতকাল সকালে টঙ্গীর বনমালা রোডে এ মিছিল করা হয়। দুপুরে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা শাখার সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সোহেল ও কানন শিকদারকে গ্রেপ্তার করে। জিএমপির উপকমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।