অবৈধ দেশি মদ উৎপাদন ও সংরক্ষণের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলাকান্তনগর গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। গোপন খবরে গতকাল পরিচালিত অভিযানে তারা অবৈধভাবে দেশি মদ তৈরির কারখানার সন্ধান পান। কারখানা থেকে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল। আটকরা হলেন- বাসনা রানী, উজ্জল, বিমলা ও জগেস। জব্দ মাদকসহ আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।