ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ইউক্রেনের সাথে চুক্তি না করলে রাশিয়ার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে ব্যাপারটা খুবই সোজা; রাশিয়ার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
ইউক্রেন যুদ্ধের তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি চীনের মতো মিত্রদের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, ‘সেকেন্ডারি ট্যারিফ’ মূলত সেইসব দেশকে লক্ষ্য করে দেওয়া হয় যারা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায়।
এ বিষয়ে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া
বিডি প্রতিদিন/নাজমুল