বগুড়ার ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন জিয়াউল হক। সম্প্রতি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে অস্বস্তিবোধ করায় শনিবার তার ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। জিয়াউল হক ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের আসাদুল হকের ছেলে এবং তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।