পাবনার সুজানগরের এক ঘটনায় দুই মামলাসহ স্ত্রীর অসম্পূর্ণ গর্ভপাতের অভিযোগ এনে এলাকাবাসীকে হয়রানি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, উপজেলার চর জোড়পুকুরিয়া গ্রামের আবদুল জলিলের সঙ্গে তার ভাই মোসলেম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে নিজ বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে প্রতিপক্ষ ও এলাকাবাসীর বিরুদ্ধে দুটি মামলা করেন মোসলেম উদ্দিনের পরিবার। অভিযোগে বলা হয়, তিনি এসব মামলা দিয়ে এলাকার মানুষকে ভয়ে রেখে আধিপত্য বজায় রাখতে চান। সুজানগর থানার ওসি বলেন, বিনা কারণে কাউকে হয়রানি করা হবে না।