যশোর, নড়াইল ও গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া চারটি মোটরসাইকেল।
এ ব্যাপারে সোমবার যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন নড়াইলের আলফাপুর গ্রামের গোলজার রহমানের ছেলে মো. হোসাইন (৩৮), একই জেলার লোহাগড়া উপজেলার মৃত ওহাব শেখের ছেলে শফিকুল ইসলাম (৪০), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের মৃত বশির মোল্যার ছেলে মো. শাকের (২২), একই উপজেলার জিকাবাড়ি গ্রামের আনন্দ সরদারের ছেলে আকাশ সরদার (২৭), যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শহিদুল ইসলাম শহিদ (৪২) ও মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে লিটন মিয়া (২৮)।
যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, গত ৯ জুলাই দুপুরে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য শহিদুল ইসলাম শহিদকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হোসাইন, লিটন মিয়া ও শফিকুল ইসলামকে আটক করা হয়।
এরপর এ তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী নড়াইলের কালনাঘাট এলাকা থেকে আকাশ সরদার ও মো. শাকেরকে আটক করা হয়। এ দুইজনের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।
পরে এ দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকা থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসআই কামরুজ্জামান জানান, আটক ছয়জন পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা জানিয়েছেন, এক এলাকার মোটরসাইকেল চুরি করে অন্য এলাকার একই চক্রের সদস্যদের কাছে বিক্রি করতেন তারা।
বিডি প্রতিদিন/নাজমুল