গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পান্না চত্বর হয়ে রাজবাড়ী রেলগেট দিয়ে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহিনুর রহমান শাহিন নেতৃত্ব দেন।
মিছিল শেষে শহীদ স্মৃতি চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানে সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন। বিক্ষোভ সমাবেশে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, স্বৈরাচার হাসিনার বিদায়ের ছাত্রদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ গণঅভ্যুত্থানের সেই আন্দোলনে ছাত্রদলের একাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ আন্দোলনে ছাত্রদলের ভূমিকা এড়িয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, কয়েক হাজার মাইল দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন উন্নত বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন। তখন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। জামাত ও শিবির দীর্ঘদিন বিএনপির বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের সাথী হয়েছে এনসিপি। দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দাবি করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ