সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টার অভিযোগে পাষণ্ড স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে হোসেন আহমদ চৌধুরী (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হোসেন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের মৃত খাইরুল আলম চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বছরখানেক আগে একই গ্রামের দিনমজুর আবদুল জব্বারের মেয়ে সাবানা বেগমকে বিয়ে করেন হোসেন আহমদ চৌধুরী। গোট শনিবার রাত ৮টার দিকে অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনাকে পিত্রালয় থেকে বাড়িতে আনতে যান হোসেন। কিন্তু সাবানা অসুস্থ থাকায় হাসানের সাথে যেতে দেননি তার শাশুড়ি। এতে ক্ষিপ্ত হয়ে বের হয়ে যায় হোসেন। কিছুক্ষণ পর বাজার থেকে পেট্রোল এনে সাবানার গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার তিনি এক মৃত কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে সাবানা হাসপাতালের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, স্ত্রীকে পেট্রোল ছিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় স্বামী হোসেন আহমদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ