পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন সার্ভিস চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালু, শহরে চার লেন সড়ক নির্মাণ ও আরিচা-কাজিরহাট ফেরিঘাট খয়ের চরে স্থানান্তরের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শেকড় পাবনা ফাউন্ডেশন নামে একটি সংগঠন গতকাল সকালে শহরের আবদুল হামিদ সড়কের শহীদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে। খান হাবিব মোস্তফার সভাপতিত্বে ও রাজু ইসলাম ওলির সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, আখতারুজ্জামান আখতার প্রমুখ।