বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় তিনি আদালতে বলেন, আমি রাজনীতি বুঝি না। সে সময় অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে।
গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন চান অপু বিশ্বাস। এ সময় তার পরনে
ছিল বোরকা ও মুখে মাস্ক। শুনানিতে প্রথমে আদালত অপু বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চান। কিন্তু তিনি মাথা নেড়ে কিছু বলবেন না জানান। তখন পাশ থেকে আইনজীবীরা বলতে থাকেন, অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। টাকার বিনিময়ে মঞ্চে স্টেজে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত। পরে আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন, আমি একজন অভিনেত্রী। অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করতেও চাই না।
এ সময় আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন, আপনি এমপি হতে চেয়েছিলেন। এ সময় অপু বিশ্বাস বলেন, আমি অভিনেত্রী। আমাকে যে পোশাক দেওয়া হয়, সে পোশাক পরে অভিনয় করতে হয়।