কুয়াকাটা উপকূলবর্তী বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে তিনটি বিরল প্রজাতির পাখি মাছ। এটি বৈজ্ঞানিকভাবে 'সেইলফিশ' নামে পরিচিত। স্থানীয়রা একে পাখি মাছ বা গোলপাতা মাছ নামেও চেনে।
গত বৃহস্পতিবার (১০ জুলাই) জেলে আবু সালেহ মাঝি ২৩ জেলেসহ এফবি আল্লাহর দোয়া নামের একটি ট্রলার নিয়ে সাগরে ইলিশ ধরতে গেলে, জালে উঠে আসে এই তিনটি সেইলফিশ। সোমবার বিকেলে মাছগুলো আলীপুর বিএফডিসি মার্কেটের এক আড়তে নিয়ে আসা হয়।
স্থানীয় বাজারে এই মাছের চাহিদা কম থাকায়, সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। মো. চয়ন নামের এক ব্যবসায়ী মোট ২৩ হাজার টাকায় মাছ তিনটি কিনে নেন। তিনি জানান, মাছগুলো ঢাকায় পাঠানো হবে।
জেলে আবু সালেহ মাঝি বলেন,'এর আগেও আমার জালে এক-দুইবার এ ধরনের মাছ ধরা পড়েছে। অনেকেই মাছটি চিনে না বলে খেতে চায় না। তবে ঢাকায় ও কক্সবাজারে এর বাজার ভালো।'
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইলফিশ সাধারণত গভীর সাগরে বিচরণ করে এবং এটি দ্রুতগতির ও ভারী মাছ হওয়ায় সচরাচর ধরা পড়ে না। এ ধরনের মাছ উপকূলীয় এলাকায় ধরা পড়া বিরল ঘটনা।
বিডি প্রতিদিন/মুসা